RECENT COMMENTS

আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ।


মানবজাতির মধ্যে ভালো খারাপ অনেক মানুষই আছে। যুগে যুগে নবী ও রাসূলগণ মানুষদের ভালো হবার শিক্ষা দিয়ে গেছেন। প্রিয় রাসুলুল্লাহ্ (স:) এর বিভিন্ন হাদিসের মাধ্যমে বর্ননা করেছেন, কিভাবে আমরা সর্বোত্তম মানুষ হতে পারি এবং কিভাবে সবচেয়ে ভালো বা সর্বোত্তম মানুষকে চিনে নিতে পারি। তিনি আমাদের শিখিয়ে গেছেন কি কি গুণার্জনের মাধ্যমে আমরা ভালো মানুষ হতে পারবো। সেই আলোকে নিন্মে কিছু হাদিস বিধৃত করা হলো:
১) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (স:) এর সান্নিধ্য ও সাহচর্য লাভের চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে? সেজন্য এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলেন সাহাবায়ে কেরাম। তাদের পর তাবেঈন এবং তবে তাবেঈন। আবদুল্লাহ ইবনে মাসউদ (র:) বর্ণনা করেন, রাসুল (স:) বলেছেন, ‘মানুষদের মধ্যে সবচেয়ে ভালো হলো আমার যুগের লোকজন। এরপর তাদের পরবর্তী লোকজন এবং তারপর ওদের পরবর্তী লোকজন।“ (মুসলিম, হাদিস নং- ২৫৩৩)
২) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন,"তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।“ (বুখারি, হাদিস নম্বর- ৫০২৭)
৩) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন,‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।“ (বুখারি, হাদিস নম্বর- ৬০৩৫)
৪) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন,"তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।" (বুখারি, হাদিস নম্বর- ৩৫৫৯)
৫) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন, "তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।" (সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর- ৪১৭৭)
৬) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।" (তিরমিজি, হাদিস নম্বর- ২২৬৩/২৪৩২)
৭) হযরত আবু সাঈদ (র:) সূত্রে বর্ণিত আছে, রাসুলাল্লাহ (স:) এরশাদ করেন, “ তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো, যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ।” (মুসনাদে আব ইয়ালা, হাদিস নং-১০৫২)
৮) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন, "তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং নেক কাজে উত্তম।" (আহমাদ- ৭২১২, ৯২৩৫, সিঃ সহীহাহ- ১২৯৮)
৯) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন, "তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।" (বুখারি, হাদিস নম্বর- ২৩০৫)
১০) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন, "সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।" (সহীহুল জামে’ হা/ ৩২৮৯, দারাক্বুত্বনী, সিঃ সহীহাহ ৪২৬)
১১) মুহাম্মদ (স:) ইরশাদ করেন, "ঐ মু’মিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে।" (বুখারী ২৭৮৬, ৬৪৯৪, মুসলিম ৪৯৯৪-৪৯৯৫)
১২) মুহাম্মদ (স:) ইরশাদ করেছেন, "শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ (স:) ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।" (ইবনে মাজাহ- ৪২১৬ ,সহিহুল জামে, হাদিস- ৩২৯১)
১৩) হযরত আবদুল্লাহ ইবনে আমর (র:)- সূত্রে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (স:) কে বলতে শুনেছেন, “তোমদের মধ্যে সর্বোত্তম ভালো মানুষ হলো, যে তার নিজের স্ত্রীর কাছে ভালো।” (ইবনে মাজাহ, হাদিস নং- ১৯৭৮)
১৪) রাসুলুল্লাহ (স:) ইরশাদ করেছেন, "আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।" (তিরমিজি, হাদিস নম্বর- ১৯৪৪)
১৫) রাসুলুল্লাহ (স:) বলেন, "মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে।" (বাইহাক্বীর শুআবুল ঈমান-৪২৯১, সিলসিলা সহীহাহ- ৩৩৩৩)
১৬) হযরত আসমা বিনতে আয়াজিত (র:)- সূত্রে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (স:) কে বলতে শুনেছেন, “ তোমদের মধ্যে সর্বোত্তম ভালো মানুষ হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।” (ইবনে মাজাহ, হাদিস নং- ৪১১৯)
১৭) হযরত আবু হুরাইরা (র:) বলেন, রাসুলাল্লাহ (স:)- কে জিজ্ঞেস করা হলো, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে? রাসুলাল্লাহ (স:)- এরশাদ করেন, “মানুষের মধ্যে আল্লাহর নিকট শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যাক্তি, যে আল্লাহ কে বেশি ভয় করে।” (বোখারি, হাদিস নং-৪৬৮৯)
আল্লাহ্ পবিত্র কোরআনে বলেন, ”তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।” (সূরা- আল ইমরান, আয়াত- ১১০)
আল্লাহপাক আমাদের সবাইকে সর্বোত্তম ভালো মানুষ হবার তাওফীক দান করুন।
_আমীন

Share on Google Plus

0 comments:

Post a Comment