মা
’সিকদার মোহাম্মদ শাহ আলম’
মা একটি মৌলিক শব্দ একটি মৌলিক নাম,
পৃথিবীতে এমন কোন শব্দ আজও সৃষ্টি হয়নি ;
যা উচ্চারণের সাথে সাথেই হৃদ কম্পন বেড়ে যায়।
যাদের এই কম্পন হয়না
তারা মানুষ হয়েও নিতান্তই অমানুষ।
মা বিনা পারিশ্রমিকে কাজ করা একজন মানুষ ;
আচ্ছা তার পরিশ্রমের দাম কত?
পৃথিবীর কোন চার্টার্ড একাউন্টেন্ট কি সে হিসেব
জানে?
অথবা কোন তহসিলদ্বার কি এর মূল্যায়ন করতে পারবে?
অথবা কোন ব্যাংকার?
মা যার কাজ শুধু সবাইকে খুশি রাখা,
যার কাজ হাজার কষ্টেও বলা আমি ভাল আছি,
যার কাজ হারি শূন্য থাকলেও
বলা আমার জন্য রাখা আছে।
মা একটি শব্দ, একটি বর্ণমালা ;
একটি বই, একটি লাইব্রেরী
আর একটি প্রকাশনা।
ম তে মা, মক্কা মদিনা, মসজিদ, মন্দির
আর আমার মন, আত্মা, দিল।
মাকে ভালবাসি বলতে সাহস লাগে, জোর লাগে, দম লাগে,
এ দম তৈরি হলে তবেই মানব জনম সার্থক হবে সফল হবে।
0 comments:
Post a Comment