RECENT COMMENTS

তুমি আর আমি


তুমি আর আমি


তুমি আর আমি
একটা স্বপ্ন মাত্র!
চোঁখের পাতা মেললে পরেই
ভাঙ্গবে মোহের পাত্র।

তুমি আর আমি
নির্জন মাঝ রাত্র!
ঠুন শব্দে চেতন ফিরে,
জাগবে নিরব গাত্র।

তুমি আর আমি
জল কচুরের পত্র!
জলের ছিটায় মুখ ভিজেলেই
কাঁটবে ঘোরের ছত্র।

তুমি আর আমি
নগ্ন ছায়ার গাত্র!
ধরেও, না ধরতে পারি
বৃথা কেবল মাত্র।

তুমি আর আমি
চলো আবার স্বপ্নে ডুকি!
খুঁজি আর ফিরি,
শেষ প্রহরের নবারুণ আঁকি।



লেখাঃ শরশ দিগন্ত

Share on Google Plus

0 comments:

Post a Comment