"শর্তহীন কিছু চাওয়া"
হেমন্তের
ঝরা পাতার মতো
ঝির ঝির… ঝির ঝির…
ঝরে যাক ঝরে যাক
আমাদের ভুল ছিল যত।
ঝির ঝির… ঝির ঝির…
ঝরে যাক ঝরে যাক
আমাদের ভুল ছিল যত।
আমি আছি তুমি আছ
ভালোবাসি ভালোবাসি
অর্হনিশ পাশাপাশি।
ভালোবাসি ভালোবাসি
অর্হনিশ পাশাপাশি।
শান্ত নদীর মতো
বয়ে যাক… বয়ে যাক…
কূল কূল কূল কূল
আমাদের মধুর গীতি।
বয়ে যাক… বয়ে যাক…
কূল কূল কূল কূল
আমাদের মধুর গীতি।
দেখো দেখো, দেখো দেখো
ঐ দেখো পৃথিবী সাজে
হাজার তারার ঝলকানি বেশে।
ঐ দেখো পৃথিবী সাজে
হাজার তারার ঝলকানি বেশে।
আজ আবার সেই পথে!
চুপচুপ চুপচুপ
আলাপন নিরিবিলি;
শর্তহীন কিছু চাওয়া, কিছু পাওয়
এইত ভালোবাসা।
চুপচুপ চুপচুপ
আলাপন নিরিবিলি;
শর্তহীন কিছু চাওয়া, কিছু পাওয়
এইত ভালোবাসা।
#শরশ_দিগন্ত
0 comments:
Post a Comment