বসন্তের ঝরা পাতা, হৃদয়ে মাঝে
যেমন রিনঝিন রিনঝিন তাল বয়ে যায়, তেমনি বসন্তের কোকিলের কুহু কুহু সুর আমাদের হৃদয়
উতলা করে দেয়- এ যেন ভালোবাসতেই হবে। প্রিয়তম তার প্রিয়তমার কাছে আকুল আহ্ববান জানায়,
“চোঁখে রাখো চোঁখ, চোঁখে রাখো চোঁখ। মৌনতা ভেঙ্গে গিয়ে ভালোবাসা হোক।”
বসন্তের সময়ই আমরা কেন কোকিল কে স্মরণ করি?
কোকিল বাংলাদেশে অতি সুপরিচিত
একটি পাখি। সারা বছরই কমবেশি কোকিল ডাকে। কিন্তু বসন্ত ঋতুতে কোকিলের ডাক বেশি শোনা
যায়। বন্যপ্রাণী জীববিজ্ঞানী ও প্রাণিচিকিৎসা বিশেষজ্ঞদের বর্ননা মতে, কোকিল ২ টি কারণে
বসন্তে সুর তুলে ডাকে। মার্চ থেকে জুলাই মাস এদের প্রজনন মাস। এই সময়ে পুরুষ পাখি সুরেলা
শব্দে ডাকে, স্ত্রী কোকিল কে আকৃষ্ট করে এবং পরস্পর মিলিত হয়।
আরেকটা কারণ হলো, কোকিলকে বলা
হয় পরনির্ভরশীল বা পারজীবী পাখি। এরা নিজেরা কখনও বাসা বাঁধতে পারে না। এরা অন্য পাখির
বাসায় ডিম পাড়ে, বিশেষ করে শালিক, কাক, বুলবুলি, বাঘাটিকি, বনছাতারে, বসন্তবৌরি, কসাইসহ
অন্যান্য পাখির বাসায়। কোকিল সাধারণত কাকের বাসায়ই বেশি ডিম পাড়ে। ডিম পাড়ার সময় পুরুষ
কোকিল, যে কাকের বাসায় ডিম আছে ঐ বাসার আশপাশে ঘুর ঘুর করে স্ত্রী কাককে বিরক্ত করতে
থাকে। বিরক্তির এক সময় কাক পুরুষ কোকিলকে তাড়া করে। এই ফাঁকে স্ত্রী কোকিল কাকের বাসায়
ডিম পাড়ে ও কাকের কিছু ডিম ফেলে দেয়। কাক বাসায় ফিরে নিজের মনে করে কোকিলের ডিমে তা
দিতে থাকে। ডিম ফুটে ছানা বের হওয়ার পরেও কাক বুঝতে পারে না যে, এটা কোকিলের ছানা।
কোকিলের বাচ্চা উড়া শেখার পর কাক যখন বুঝতে পারে এটা তাদের বাচ্চা নয়, তখন কোকিলের
বাচ্চাকে তাড়িয়ে দেয়।
আমাদের দেশে প্রায় ২০ প্রজাতির
কোকিল রয়েছে- তার মধ্যে ১৪টি স্থায়ী বাসিন্দা এবং ৬টি পরিযায়ী। এদের মধ্যে গায়ের রঙ
কালো, চোঁখ গাঢ় লাল ও লম্বা লেজবিশিষ্ট পুরুষ কালো কোকিল আমাদের কাছে বেশি পরিচিত।
এদের বলা হয় কালো কোকিল বা এশীয় কোকিল। এশীয় পুরুষ কোকিল কুহু কুহু ডাকের জন্য বিখ্যাত।
মজার একটি তথ্য হলো, স্ত্রী কোকিল ডাকতে পারে। পুরুষ কোকিল যখন সঙ্গী নির্বাচনের জন্য
ডাকে, তখন স্ত্রী কোকিল উত্তরে শুধু উক-উক-উক করে।
বসন্তের পাখি:
এশীয় কোকিল একটু নিরব স্বভাবের
হয়ে থাকে। প্রকৃতির নির্জন স্থানে থাকতে পছন্দ করে। এজন্য কোকিলকে নি:সঙ্গচারি পাখিও
বলা যায়। শীতের শেষভাগে এরা নির্জন থেকে বেরিয়ে আসে। প্রজননের উদ্দেশে বসন্তের শুরুতে
এরা সরব হয়ে অবিরাম ডাকে। এজন্য আমরা কোকিল কে বসন্তকালের পাখি বলে থাকি।
আজ বসন্ত:
গাছের পুরনো পাতা ঝরতে শুরু
করেছে। প্রকৃতি সেজেছে অপরুপ নব যৌবনে। নির্জন প্রকৃতির মাঝে হাওয়ায় ভেসে দূর থেকে
পথিকের কানে বাজে পাখির মিষ্টি কিচিরমিচির আওয়াজ। গাছের এক ডাল থেকে আরেক ডালে নেচে
বেড়ায় দোয়েল, কোয়েল, টুনটুনি, ময়না ও মৌমাছিরা। আর কোকিলের কুহু কুহু মন মাতানো ডাক
যেন বসন্তেরই প্রতীক।
0 comments:
Post a Comment