RECENT COMMENTS

কেন রক্তদান করবেন ?


আপনি কেন রক্তদান করবেন?

আসুন আমরা আগে জানি, আমাদের শরীরে কি পরিমান রক্ত থাকে এবং রক্ত দানের পরেও কি পরিমান রক্ত শরীরে অবশিষ্ট থাকে।
চিকিৎসা বিজ্ঞানের মতে, একজন পুরুষের শরীরে তার ওজনের প্রতি কেজিতে ৭৬ মিলিগ্রাম রক্ত থাকে এবং একজন মহিলার শরীরের ওজনের প্রতি কেজিতে ৬৬ মিলিগ্রাম রক্ত থাকে। কিন্তু একজন মানুষের শরীরে প্রতি কেজিতে প্রয়োজন ৫০ মিলিগ্রাম রক্ত তাহলে পুরুষের শরীরে রয়েছে প্রতি কেজিতে অতিরিক্ত (৭৬ - ৫০) ২৬ মিলিগ্রাম রক্ত এবং মহিলার শরীরে রয়েছে প্রতি কেজিতে (৬৬ - ৫০) ১৬ মিলিগ্রাম অতিরিক্ত রক্ত। রক্তদান করলে এই অতিরিক্ত রক্ত থেকে প্রতি কেজিতে ৮ মিলিগ্রাম রক্ত নেয়া হয়। অর্থাৎ রক্তদানের পরেও পুরুষের শরীরে অতিরিক্ত রক্ত থাকছে প্রতি কেজিতে ১৮ মিলিগ্রাম রক্ত এবং মহিলার শরীরে ৮ মিলিগ্রাম রক্ত। হ্যাঁ, অতিরিক্ত রক্ত মানে রক্তদানের পরেও ৫০ কেজি ওজনের একজন পুরুষ রক্তদাতা এবং মহিলা রক্তদাতার শরীরে যথাক্রমে থাকছে অতিরিক্ত (৫০×১৮) ৯০০ মিলিগ্রাম রক্ত এবং (৫০×৮) ৪০০ মিলিগ্রাম রক্ত।
সুতরাং রক্তদানের পরে আপনি রক্তশূন্যতায় মরে যাবেন না কনফার্ম কারন রক্তদানের পরেও প্রয়োজনীয় রক্তের থেকেও অনেক বেশি পরিমান রক্ত আপনার শরীরে থাকছে। একজন ৫০ কেজি ওজনের মানুষ দুশ্চিন্তা মুক্ত ভাবে খুব সহজেই রক্ত দান করতে পারেন। রক্তদানের পর ২০ মিনিট বিশ্রাম নিবেন, পরবর্তী ২৪ ঘন্টা প্রচুর পরিমানে পানি খাবেন। ব্যাস, আর কিছু লাগবে না।
আসুন রক্তদানে আরও প্রয়োজনীয় কিছু কারণ জানি:-
১. সবচেয়ে বড় কাথা হচ্ছে আপনার দানকৃত রক্তে একজন মুমূর্ষ রুগীর জীবন বাঁচাবে পারে। রক্তদারন এর চেয়ে বড় কারণ আর কি হতে পারে।
২. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুন বেড়ে যায়।
৩. নিয়মিত রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে যায়।
৪. নিজের মাঝে এক ধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন। বিশুদ্ধ ইবাদত ছাড়া হয়ত অন্য কোন কাজের মাঝে এমন উপলব্ধি নাও হতে পারে।
৫. আজ আপনি অন্যের প্রয়োজনে বা বিপদে এগিয়ে আসবেন, একদিন আপনার প্রয়োজনে বা বিপদে অন্য কেউ এগিয়ে আসবে- এটাই প্রকৃতির নিয়ম।
৬. স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি মারাত্মক কিছু রোগের জীবাণু বহন করছে কিনা তা নিশ্চিত হতে পারবেন। যেমন: হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, এইডস, সিফিলিস, জন্ডিস ইত্যাদির।
সুতরাং ৫০ কেজি ওজন হওয়া সত্ত্বেও যারা এতদিন ভয়ে রক্তদান করেননি, এবার নির্ভয়ে রক্তদান করে ফেলুন। সর্বপরি রক্তদানের মাধ্যমে আপনি পাবেন মানসিক প্রশান্তি ও একটি মানুষের পাশে দাড়ানোর আত্নতৃপ্তি, যা আর কোন কিছুর মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তাই রক্তদিন জীবন বাচাঁন। রক্তদানই হোক মানবতার বন্ধন।
Share on Google Plus

0 comments:

Post a Comment