প্রায় সব বিয়েতেই দেখা যায়, কনে লাল রঙের শাড়ী পড়েছে। আমরা কি
কখনো ভেবে দেখেছি কেন শাল শাড়ী পড়ে? হয়ত ভেবেছি কিন্তু কোন কারন খুঁজে পাইনি। আজ
আমরা জানবো কনে কেন লাল শাড়ী পড়ে তার মজার কিছু তথ্য।
বলা হয়ে থাকে যে, লাল রঙ টা ভালোবাসা ও যৌবনের প্রতীক। আবার ক্রোধ
বা শক্তির প্রতীকও বলা হয় লালকে। বিজ্ঞারের ভাষায় লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
যে রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি তা আমাদের চোঁখে বেশি বেশি লাগে। বিয়েতে অন্য কারো চেয়ে কনের ওপর আকর্ষনটা
বেশি থাকে। সবার আগ্রহ থাকে কনে দেখার। আর লাল রঙের শাড়ীতে কনে হয়ে উঠে তুলনামূলক
ভাবে বেশি আকর্ষণীয় ও সুন্দর। আধুনিক বিজ্ঞান মতে, রঙ মানুষের মনকে প্রভাবিত করতে পারে৷ কোনো
হাল্কা বা সাদা রঙ মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে। তেমনি লাল রঙ মানুষের মনকে খুব
সহজেই রাঙিয়ে তোলে। মনকে রোমান্টিক করে তোলে। ঠিক এ কারনেই বিয়ের অনুষ্ঠানে কনে
লাল শাড়ী বেছে নেয়। ইদানিংকালে লাল রঙ ছাড়াও অন্যান্য রঙের শাড়ী পড়েতে দেখা যায়
কিন্তু তা সংখ্যায় খুবই কম।
উপমহাদেশীয় অঞ্চলের দেশগুলোতে শত শত
বছর ধরে এই কৃষ্টি চালু হয়ে আসছে। লাল রঙের সুতি, জামদানি, বেনারসী ও তাঁতের শাড়ী প্রচলিত হয়ে আসছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বিয়ের অনুষ্ঠানে কনের গায়ে লাল বেনারসী শাড়ী ছাড়া অন্য কোন
শাড়ী আমরা কল্পনাও করতে পারি না। লাল বেনারসী আমাদের উপমহাদেশে এখনো বিখ্যাত হয়ে আছে।
পরিশেষে আমরা বলতে পারি, লাল রঙের আকর্ষন ক্ষমতা এবং শত বছরের ঐতিহ্যের কারনে আমরা কনেকে লাল শাড়ীতে
দেখতে পাই।
0 comments:
Post a Comment