RECENT COMMENTS

সবচেয়ে দীর্ঘস্থায়ী ফুলের নাম কি? চলুন জানা যাক...


এক বসন্তের শেষ বেলায় জাতিস্মর আমাকে বললো, বলতো কোন ফুল দীর্ঘ দিন গাছে ফুটে থাকে? আমি কয়েকটা ফুলের নাম বললাম। সাথে সাথে একটা পিএল দিয়ে বললো, তুই একটা ছিনাল। এত সহজ উত্তর পারলি না! চারিপাশে তাকিয়ে দেখ- কৃষ্ণচুড়া ফুল। পৃথিবীতে যত ফুল আছে তার মধ্যে কৃষ্ণচূড়া ফুলের স্থায়ীত্ব সবচেয়ে বেশি। আমি অবাক হয়ে গেলাম! সত্যিই উত্তরটা খুব সহজ ছিল কিন্তু ঐ মূহুর্তে আমি বসন্তের ফুলের চেয়ে, বসন্তের হাওয়ায় মন উড়াতে ব্যস্ত ছিলাম। আমি আজও ব্যস্ত, ভীষন ব্যস্ত যে ব্যস্ততায় কোন কষ্ট নেই, কোন সুখও নেই!


#কোন এক বসন্তে টাঙ্গাইলের মির্জাপুরে- আমি ও মতিদা

Share on Google Plus

0 comments:

Post a Comment