"জীবন"
কলেজ শুরু…
সেই শৈশব থেকে কৈশর পার হয়ে
আজ যৌবনে পর্দাপন।
এক সময় মায়ের কোল পর্যন্তই ছিল আমার দৌড়।
হঠাৎ একদিন হাঁটতে শিখি,
পাশের ঘরের বুলির সাথে খেলতে ইচ্ছা করে।
এক দুই করে ক, খ শিখতে থাকি।
জিবনের ঐ শৈশব দিন গুলি গেলো মিনিটের মত।
স্কুল জিবন শেষ হলো,
হলো বন্ধু আর বান্ধবী
বিনিময় হলো ঠিকানা।
কলেজ পথে পা বাড়িয়ে চিন্তায় পড়ে গেলাম, কিভাবে কাটবে আমার এই আগামী দিন গুলি!
কবি নজরুল আর বিদ্যাসাগরের বই পড়ে শুধু চোঁখের জল ঝরাই।
বন্ধু বলো আর বান্ধবী বলো
এক সময় ওরাও চলে চির বন্ধুর বাড়িতে।
একদিন হঠাৎ রাস্তায় দেখা,
থমকে থেমে বলবে কত দিন দেখা হয় নি বন্ধু
কি খবর বল?
কর্পোরেট যুগে হাত মিলিয়ে বলবে,
বন্ধু বড় তাড়া!
আবার দেখা হবে নিশ্চয়।
হয়ত বা কেউ স্বামীর ভয়ে না চেনার ভান করবে।
এই তো জিবন!
কর্ম জীবনের পর বছর ঘুরে বছর আসবে;
হঠাৎ আয়নায় দেখা মুখটা যেন ভাজ পড়ে গেছে
মাথায় চুলে পাক ধরেছে-
হয়তো বা মৃত্যু কে কল্পনা ও দীর্ঘ নিঃশ্বাস বয়ে যাবে!
শরশ_দিগন্ত
0 comments:
Post a Comment