RECENT COMMENTS

লুকানো গল্প


’গল্প’
মতিউর রহমান চৌধুরী

ইট পাথরের পাঁজরের শহরে,
প্রতিটি অলি-গলিতে এক একটি গল্প লুকিয়ে আছে।
কোন গলির মোড়ে পাঁজর ভাঙ্গার গল্প,
কোথাও আবার মধুর ভালবাসা প্রাপ্তির গল্প।
আবার কোন গলি অন্ধকারে নষ্ট হবার গল্প নিয়ে নিশ্চুপ হয়ে আছে!
প্রতিটি অলি-গলি সব গল্পের নীরব স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

রাজপথের অর্ধনগ্ন পাগল-পাগলীর একটা গল্প আছে!
হয়ত সে গল্প করুণ সুরের মূর্ছনা বা হেরে যাওয়ার গল্প।
ডাস্টবিন, ড্রেন, ম্যানহোলগুলোর গল্প বড়ই করুণ,
এদের বুকে যন্ত্রণার পাহাড় আছে।
সভ্য মানুষগুলি পরিত্যাক্ত আবর্জনার সাথে পাপের ফসলগুলি,
ডাস্টবিন, ড্রেন ও ম্যানহোল ছুঁড়ে ফেলে।
এই গল্পগুলি বর্বরদের নগ্ন বিবেকের।
সরকারী অফিসের দেয়ালের গল্পগুলি করুণ,
সভ্য মনিুষগুলি নষ্ট হয়ে বিবেক ও মানবতাকে জলাঞ্জলি দেয়ার গল্প।

দিনের আলো আর রাতের আঁধারের গল্পের মধ্যে আকাশসম তফাত।
প্রতিটি ইট, পাথরকণাগুলি সব শহরের গল্প নিয়ে
কালের স্বাক্ষী হয়ে আছে।
কাপড়ে মুখ লুকানো কোন বালিকার গল্প আছে,
সেই গল্পে আছে বর্বদের ছুঁড়ে দেয়া,
এসিড়ে ঝলসে যাওয়া মুখ ও স্বপ্নের সাথে দুঃস্বপ্ন বয়ে বেড়ানোর গল্প।
মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের ওয়াশ রুমে আছে,
তরুণ-তরুণীদের হেরে গিয়ে কীটনাশক পান করে মুক্তির চেষ্টার গল্প।

ফেসবুকের পাতায় লেপ্টে আছে ভালোবাসা হারানোর
তীব্র যন্ত্রণার আর্ত চিৎকারের গল্প।
প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভেলে ভিনসেন্টের কষ্টের গল্প।
অগণিত শিল্পীর কষ্টের গল্প প্যারিসের মাটিতে লেপ্টে আছে।
সবগুলি গল্পের নীরব স্বাক্ষীর ইতিহাস হয়ে আছে,
এই শহরের ইট, পাথর আর বালুকণায় মাখা বাতাস।

#অন্তঃদৃষ্টির_প্রেম

Share on Google Plus

0 comments:

Post a Comment