অফিস শেষ করে বাজারে গেলাম গরুর গোস্ত কিনতে। বউয়ের কড়া নির্দেশ হলো, রানের গোস্ত কিনতে হবে কোন হাড় বা চর্বি থাকা যাবে না। বিকেলের দিকে সাধারণত বাজারে ক্রেতা কম থাকে কিন্তু আজ বাজারে অনেক ক্রেতা। ভির সামলে গোস্তের দোকানে গেলাম। প্রতি কেজির মূল্য ৪৮০ টাকা। হাড় ও চর্বি ছাড়া ৫৫০ টাকা কেজি। অন্য দোকানে জিজ্ঞাস করলাম, তোমার গরুর গোস্তের কেজি কত?
-স্যার এইটা শুকরের গোস্ত একদাম ৬০০ টাকা!
আমি হকচকিয়ে গেলাম বেটার কথা শুনে। মুসলিম বাজারে শুকরের গোস্ত!
-স্যার কিছু কাস্টমার আছে ননমুসলিম তাদের জন্য। আপনে মুসলমান, আপনি কিনবেন ক্যান?
দাম জিজ্ঞেস করছেন তাই কইছি। আমি বললাম, ও আচ্ছা।
আমি পূর্বের গরুর গোস্তের দোকানে গিয়ে বললাম, দুই কেজি দাও হাড় ও চর্বি ছাড়া। কিন্তু পিছন থেকে কে যেন বললো, স্যার এইটাও শুকরের গোস্ত! আমি পিছনে ফিরে দেখলাম পুরা বাজার ফাঁকা। শুধু যে দোকান থেকে গোস্ত নিচ্ছিলাম সেই দোকানদার ও আমি ছাড়া কোন মানুষ নাই। ভয়ে আত্না শুকিয়ে গেল। চিৎকার করার সাহস ও শক্তি পেলাম না। সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। প্রতিটা লোমকুপ দিয়ে বিন্দু বিন্দু ঘাম বেরুচ্ছে। আশ্চার্য! আমি স্পষ্ট শুনতে পেলাম পিছন থেকে কে যেন বলেছে, স্যার এইটাও শুকরের গোস্ত! অথচ পুরো বাজার ফাঁকা। দোকানদারের চোঁখেও রহস্য খেলা করছে। সে মৃদু হাঁসছে। কেন হাঁসছে বুঝতে পারছি না।
-স্যার যে লোকটা আপনারে পিছন থেকে বলছিলো "এইটাও শুকরের গোস্ত" সেই লোকটা আপনি নিজেই! ওটা আপনার আরেকটি সত্তা। স্যার সত্যি কইরা কন তো- শুকরের গোস্ত হারাম বইলা কিনবেন না ঠিক আছে কিন্তু হালাল গরুর গোস্ত যে টাকা দিয়া কিনবেন সেই টাকা কি হালাল ভাবে আয় করছেন? হারাম টাকার গোস্ত আর শুকরের গোস্তের পার্থক্য কই থাকলো স্যার?
আমি চেতন নাকি অচেতন বুঝতে পারছি না।
বাজার আগের মতই সরগম হয়ে উঠলো। হাতে দুই কেজি গরুর গোস্ত নিয়ে হাঁটছি, আর মনে মনে দু'একটি কুকুর খুঁজছি। বাসায় গিয়ে বউ কে মিথ্যে বলতে হবে না। যেন বলতে পারি রাস্তা থেকে গোস্তের ব্যাগ কুকুর কাঁমড়ে নিয়ে গেছে!
লেখাঃ শরশ দিগন্ত
0 comments:
Post a Comment