‘দ্বিধা’
স্মরণে আসো তুমি মাঝে মাঝে আনন্দে
মাঝে মাঝে রাগে।
মাঝে মাঝে ভালোবাসায়
মাঝে মাঝে রাগে।
মাঝে মাঝে ভালোবাসায়
মাঝে মাঝে ঘৃনায়।
মাঝে মাঝে আশায়
মাঝে মাঝে হতাশায়।
সুখে অসুখে এসে আবার হারিয়ে যাও
গহীন হৃদয়ের রক্ত চক্ষুর ঝড়ে উড়ে যাও।
মাঝে মাঝে আসো তুমি কামনার তৃষ্ণার্ত জলে,
বর্ষার স্যাঁতসেঁতে বৃষ্টিতে আবার ঝরে যাও নিরবে।
স্মরণে আসো তুমি অভিযোগহীন শত অভিমানে
আবার ফিরে যাও শত সহস্র চাপা কান্নায়।
কিংকর্তব্যবিমূঢ় আমি...
ঠায় দাঁড়িয়ে থাকি পাহাড়পুরের ছোট্ট নদীর বাঁকে
ফিরিয়ে দিয়েছো, ফিরে গেছো
আমি রয়ে গেছি স্মরণে।
একজন পাষানীর হৃদয় জয় করা যত কঠিন
পুরো বিশ্ব জয় করা হয়তো তার চেয়েও সহজ!
আমি রয়ে গেছি স্মরণে।
একজন পাষানীর হৃদয় জয় করা যত কঠিন
পুরো বিশ্ব জয় করা হয়তো তার চেয়েও সহজ!
শরশ_দিগন্ত
0 comments:
Post a Comment